বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

আপডেট: September 14, 2025 |
inbound4566437642217143154
print news

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিশ্বব্যাপী নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কৃষি, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন খাতে এআই ব্যবহৃত হচ্ছে। এই ধারাবাহিকতায় আলবেনিয়া ইতিহাস গড়েছে। বিশ্বের প্রথম এআই-চালিত ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী সম্পূর্ণ কোড ও পিক্সেল দিয়ে তৈরি একটি ভার্চ্যুয়াল চ্যাটবট। গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় তাকে যুক্ত করা হয় সরকারি কেনাকাটা তদারকি এবং ব্যয়ে দুর্নীতি কমানোর লক্ষ্যে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলেন, দেশে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই-চালিত প্রধানমন্ত্রী থাকবে। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিয়েলাকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, “ডিয়েলা সরকারের ক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবে। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় অনুমোদন দেবে।”

ডিয়েলা ইতোমধ্যে আলবেনিয়ার ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা দেওয়া শুরু করেছে। ভয়েস কমান্ডের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এআই মন্ত্রীর অন্যতম কাজ।

আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগ সাড়া ফেলেছে। তবে ডিয়েলার কার্যক্রমে কোনো ত্রুটি বা অপব্যবহার রোধে আলবেনিয়ান সরকার কী ধরনের নজরদারি পদ্ধতি অনুসরণ করছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে প্রথম এআই-চালিত সংবাদ উপস্থাপিকা ‘অপরাজিতা’র খবর প্রকাশিত হওয়ার পর, দক্ষিণ এশিয়াতেও এআই-প্রযুক্তির প্রতি আগ্রহ বেড়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর