শাহজাদপুরে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হল রুমে মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওঃ আব্দুর রউফের সঞ্চালনায় অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ইছা রুহুল মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ফখরুল ইসলাম সিদ্দিকী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও অত্র প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক মাওঃ মিজানুর রহমান,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সরিষাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহির উদ্দিন,সিরাজগঞ্জ কাজী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ জাহাঙ্গীর আলমসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।