বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা মন্জু গ্রেফতার

আপডেট: September 15, 2025 |
inbound8872971490574615203
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আজিজুল হক মন্জু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল হক মন্জু আদমদীঘি নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া হিন্দুপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে এবং নশরতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

রোববার দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে করা হয়।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করা হয়েছে।

সেই মামলায় তাকে গ্রেফতার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল হক মন্জুকে গ্রেফতার করে আজ সোমবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ মামলায় অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর