বগুড়ায় যুবলীগ নেতা সুলতান মাহমুদ গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন মহিলা দল নেত্রীর মামলার আসামী মহিষাবান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান মাহমুদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে তাকে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে রানীরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতারকৃত সুলতান মাহমুদ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
তিনি মহিষাবান ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি গাবতলী থানায় একটি নাশকতার মামলা করেন।
সুলতান মাহমুদ সেই মামলার আসামী। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুলতান মাহমুদ গা ঢাকা দেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়ে যে,সুলতানা মাহমুদ নিজ বাড়িতে অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়িতে অভিযোন চালিয়ে তাকে গ্রেফতার করে।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, যুবলীগ নেতা সুলতান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।