বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট: September 16, 2025 |
inbound4297204375997717138
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর (বটতলা) গ্রামের কুয়েত প্রবাসীর বাড়িতে লুটপাটের পর মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৫ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে দূর্বৃত্তরা কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামাণিকের বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

১৬ সেপ্টেম্বর(মঙ্গলবার) সকালে এই জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে সাদুল্যাপুর (বটলতা) গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলী প্রামাণিকের স্ত্রী মোছাঃ রানী খাতুন (৪০) ও তার ছেলে মোঃ ইমরান হোসেন (১৮)।

ইমরার বগুড়া জেলা শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।

জানা গেছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রেবেশ করে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিন ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহতের বোন ইভা খাতুন ইভা খাতুন বগুড়া শহরের একটি মেসে থেকে কলেজে লেখাপড়া করছে।

নিহতের মেয়ে ইভা খাতুন বলেন, আমার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্হানীয় সূত্রে জানা গেছে, ইমরানের সঙ্গে একই গ্রামের মৃত- মিলন মিয়ার ছেলে হাসন (১৭) বসবার করত।এই ঘটনার পর থেকে হাসান নিখোঁজ রয়েছে।

তাদের দাবি দূর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এই বিষয়ে শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন,হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে আমরা কাজ করছি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকান্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর