বাগেরহাটে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে ছাত্রনেতাদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট: September 17, 2025 |
inbound1063691594079775331
print news

‘সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাএদল বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) হোস্টেলে বসবাসরত সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে ও হোস্টেলের পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপণ করে কলেজ ছাত্রদল নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত, শেখ ওবায়দুল ইসলাম সজীব, জাকারিয়া হাওলাদার রথী, কায়িফ সরদার, অনিক বৈরাগী, গাজী রিজভী, শাওন শেখ, জেসন সরকার সহ প্রমুখ।

এসময় ছাএদল নেতা ঋত্বিক হালদার রোহিত বলেন,
কলেজ ক্যাম্পাস ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু করার প্রয়াস আমাদের চলমান থাকবে।

আমরা কলেজকে ভালো কিছু উপহার দিতে চাই । সাধারণ শিক্ষার্থীদের জন্য অনবরত কাজ করে যাচ্ছি। সামনেও আমাদের কিছু ভালো কর্মসূচি আছে ক্যাম্পাসের জন্য।

ছাএদল নেতা শেখ ওবায়দুল ইসলাম সজীব বলেন আমরা নতুন কিছু করতে চাই এই ক্যাম্পাসের জন্য,, নতুন নতুন কর্মসূচি নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবে সবসময়।

ছাএদল নেতা জাকারিয়া হাওলাদার রথী বলেন, ৫ তারিখের আগে আমরা ক্যাম্পাসে ঢুকতে পারি নাই তাই কিছু করার সুযোগ পাই নাই,, কিন্তু ৫ তারিখের পর থেকে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো।

Share Now

এই বিভাগের আরও খবর