জন্ম নিবন্ধন ভোগান্তি কমাতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনন্য উদ্যোগ


মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম নগরীতে নাগরিক ভোগান্তি কমাতে জন্ম নিবন্ধন করতে লাগবেনা পৌরকর পরিশোধের যাচাইকৃত হালনাগাদ রশিদ। এই শর্ত বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগে সংস্থাপন শাখা থেকে জারিকৃত ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১ টি ওয়ার্ডের নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকার সনদ প্রদানের ক্ষেত্রে ফোল্ডিং এর বিপরীতে পৌরকর পরিশোধের রশিদ যাচাই পূর্বক সনদ প্রদানের বিষয়টি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে বাতিল করা হলো।