৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

আপডেট: September 19, 2025 |
inbound6953364335044800093
print news

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিতে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ উন্মুক্ত করে দেয়া হয়।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। এরপর আর কোনোভাবেই কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

সকাল ১০টায় এই প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হচ্ছে। এতে অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

এদিন সকালে রাজধানীর আজিমপুর ও হাজারীবাগ সরকারি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সাড়ে ৮টার পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন।

বাইরে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে পরীক্ষার্থীদের কাউকে কাউকে সাড়ে ৮টার পরও বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কেন্দ্রের ভেতর থেকে মাইকে ঘোষণা দেয়া হয়, পরীক্ষার্থীদের মধ্যে যারা বাইরে ঘোরাফেরা করছেন তারা দ্রুত কেন্দ্রে প্রবেশ করুন। সাড়ে ৯টার পর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। দুই ঘণ্টার পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারছেন না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।

প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হচ্ছে। নিষিদ্ধ সামগ্রীসহ হলে প্রবেশ করলে কিংবা নকলের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থিতা বাতিল ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক পাচ্ছেন এবং তাঁদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হচ্ছে।

অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় হচ্ছে প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট। প্রবেশপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারছেন না। প্রবেশপত্র হারালে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে।

এ ছাড়া ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়েছে। কারও জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিসিএস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদ ২০১।

এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।

Share Now

এই বিভাগের আরও খবর