ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা

আপডেট: September 20, 2025 |
inbound5769589168384897666
print news

ডিআইইউ প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আগামী তিন দিন বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ০২ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এরপর ০৩ অক্টোবর (শুক্রবার) থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাহী, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী এই ছুটির আওতায় থাকবেন।

তবে হিসাব ও ভর্তি ও তথ্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব সূচি অনুযায়ী ছুটি ভোগ করবেন।

কর্তৃপক্ষের এই ঘোষণায় শিক্ষার্থী ও কর্মচারীরা উৎসব উদযাপনের সুযোগ পাবেন এবং শান্তিপূর্ণভাবে ছুটি কাটাতে পারবেন।

কর্তৃপক্ষ শিক্ষার্থী ও কর্মচারীদের উৎসব উদযাপনের সময় নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন।

এই ছুটি শুধু আনন্দ উদযাপন নয়, একই সঙ্গে সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা এবং সম্প্রদায়িক বন্ধুত্বের সুযোগ হিসাবেও গুরুত্বপূর্ণ।

Share Now

এই বিভাগের আরও খবর