গাজীপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী পদপ্রার্থীদের দৌড়ঝাপ

আপডেট: September 21, 2025 |
inbound3663055198391272123
print news

মাসুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য নতুন একটি মাইলফলক হতে চলছে। যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি।

তবে আসন্ন এই নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবুও প্রার্থী বাছাইসহ নির্বচানি মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো।

গাজীপুর-২ আসনকে ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা।

দলীয় মনোনয়নের লড়াইয়ে নাম এসেছে একাধিক শীর্ষ নেতার। দীর্ঘদিন ধরে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ এই আসনটি দখল করতে চান বহু প্রভাবশালী প্রার্থী।

এরই মধ্যে  গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না।

যদিও দলটি মনোনয়ন প্রত্যাশী নেতাদের দৌঁড়ঝাপের চিত্র এখন  অনেকটাই প্রকাশ্য।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি  শওকত হোসেন সরকার, প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র এমএ মান্নানের ছেলে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম ওরফে রনি,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা হান্নান মিয়া হান্নুসহ আরো বেশ কয়েকজনের নাম।

প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের সমর্থন অর্জনের চেষ্টা চালাচ্ছেন।

গাজীপুরে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন সাবেক মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও  গাজীপুর ২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী কাউন্সলর হান্নান মিয়া হান্নু।

রবিবার ২১ সেপ্টেম্বর  দুপুরে মহানগরীর জয়দেবপুর বাস স্ট্যান্ড  এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন , তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

এ সময় তিনি আরও বলেন,  গাজীপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাবেন আলহাজ্ব হান্নান মিয়া হান্নু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবার কারণে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন এ নেতা।

হান্নান মিয়া হান্নু গাজীপুর মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সদর মডেল থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক এবং গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ভাওয়াল জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নির্বাচিত সিনেট সদস্য ও এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্য পরিচিত। মাঠের রাজনীতি, জনসংযোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা জানান, হান্নান মিয়া শুধু দলের রাজনীতিতেই নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এলাকার অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন সমস্যার সমাধানে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও তার প্রতি সমর্থন জানানো হয়েছে।

স্থানীয়রা বলেন, অভিজ্ঞ এ নেতা নির্বাচনে প্রার্থী হলে গাজীপুর-২ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে।

এক প্রতিক্রিয়ায় হান্নান মিয়া বলেন, গাজীপুর-২ আসনের জনগণ আমাকে যদি তাদের প্রতিনিধি হিসেবে সুযোগ দেন, আমার রাজনীতি মানুষের সেবার জন্য। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ সব দিক বিচার করেই বিএনপির হাই কমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর  জেলার মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই।

Share Now

এই বিভাগের আরও খবর