জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরানো হলো সিনিয়র সচিব মোখলেসকে

আপডেট: September 21, 2025 |
inbound5102014606326002159
print news

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

নতুন দায়িত্ব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে মো. রুহুল আমীনকে। তিনি আগে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ’৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

1758445743 1

Share Now

এই বিভাগের আরও খবর