গাজীপুরে স্বেচ্ছায় রক্তদান কাজী আজিমউদ্দিন কলেজের কয়েকশ শিক্ষার্থী


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : তারুণের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুর মহানগরীর জয়দেবপুর কাজী আজিমউদ্দিন কলেজে জেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে আর্ত মানবতার সেবায় কলেজের কয়কশ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী রক্তদান করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে মহানগরীর জয়দেবপুর কাজী আজিমউদ্দিন কলেজে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল উদ্বুদ্ধকরণ ৠালি, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলাপ্রশাসক নাফিসা আরেফীন।
রক্তদান কর্মসূচি তত্ত্বাবধান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো—অর্ডিনেটর (ভলান্টারি ব্লাড ডোনেট প্রোগ্রাম) ডা. শেখ মো. ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি সোহেল রানাসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী।