গাজীপুরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

আপডেট: May 24, 2020 |
print news

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) মধ্য রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় শনিবার দিবাগত রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। এর আগে, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বিদেশফেরত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তার বাড়ি।

প্রসঙ্গত, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পর এখানে প্রথম করোনা রোগীর মৃত্যু হলো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর