ত্রাণের তালিকায় নেইমার, আবেদন মঞ্জুর করল কর্তৃপক্ষ!

আপডেট: June 6, 2020 |

হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে। নেইমারের নাম, জন্মতারিখ আর আইডি নাম্বার দিয়ে কে বা কারা যেন করোনার ত্রাণের জন্য আবেদন করেছেন। স্থানীয় নিউজ সাইট ‘ইউওএল’- এর রিপোর্টে বলা হয়, প্রাথমিকভাবে সে আবেদন মঞ্জুরও করা হয়েছিল, পরে যাচাই বাছাই করে বাদ দেয়া হয় তালিকা থেকে।

বেসরকারি খাতে পরিচ্ছন্ন কর্মী বা বাবুর্চির কাজ করে এমন নিম্নবিত্ত মানুষের জন্য জরুরী ভিত্তিতে এই অর্থ সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে ব্রাজিল সরকারের পক্ষ থেকে। কারণ করোনা মহামারির সময় ঘরে থাকার কারণে তাদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।

ব্রাজিলিয়ান ৬০০ রিয়াল ত্রাণ পাওয়াদের তালিকায় নেইমারের নাম উঠে যাওয়ার বিষয়টি নিয়ে তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘নেইমার যে এই আবেদন করেননি সেটি তো নিশ্চিত, কে করেছে সেটিও আমরা জানি না।’

ফরাসি লিগে ঘর বানানো ২৮ বছর বয়সী নেইমার বর্তমানে নিজ দেশ ব্রাজিলে রয়েছেন। রিও ডি জেনিরোর অদূরে মাঙ্গারাতিবার একটি বিলাসবহুল রিসোর্ট টাউনে সময় কাটাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর