বেনাপোলে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

আপডেট: June 19, 2020 |
print news

বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মালবাহি ট্রেনের ধাক্কায় একটি ট্রাক খাদে পড়েছে। বেনাপোল পৌরসভার দিঘিরপাড়-ছোট আঁচড়া বাইপাস সড়কে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি লোহার কুচি বোঝাই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নাই।

শুক্রবার (১৯ জুন) ভোররাতে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহি ট্রেনটি বেনাপোল থেকে যশোর নওয়াপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। মাত্র ১ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে বাইপাস সড়ক পার হওয়ার সময় সিলেট-ট-০০১১৮১ নং লোহার কুচি বোঝাই ট্রাকটিকে ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার খাদে দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বাইপাস সড়কে এর রেল পারাপারের ওই জায়গাটি স্থানীয় প্রকৌশলীদের জায়গা হওয়ায় সেখানে রেল কর্তৃপক্ষের কোন গেটম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত স্থান রেল কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর