স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডন গেলেন পাপন

আপডেট: July 5, 2020 |
print news

ধারণা করা হচ্ছিল যে বিসিবি সভাপতি গুরুতর অসুস্থ হয়ে লন্ডনে গিয়েছেন। কিন্তু তিনি গুরুতর অসুস্থ নন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই লন্ডনে গিয়েছেন বিসিবি সভাপতি।

রোববার (০৫ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবি সভাপতির সহকারী তওহিদ মাহমুদ।

গত ২১ জুন লন্ডনে যান পাপন। এরপর হোম কোয়ারেন্টিন শেষ করে ডাক্তার দেখাবেন তিনি।

এ বিষয় নিয়ে তওহিদ মাহমুদ বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ নন, তিনি লন্ডন গিয়েছেন রেগুলার চেকআপ করাতে। ওনার প্রোস্টেটের একটা সমস্যা আছে। আরো আগেই হয়তো যেতেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উনি আগে যেতে পারেননি।

স্যার এখন লন্ডনে হোম কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিন শেষ হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যদি মনে করেন তার অপারেশন করতে হবে, তাহলে হবে না হলে দরকার নেই। ‘

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর