করোনায় আক্রান্ত এমপি মতিন

আপডেট: August 1, 2020 |
print news

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিন।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে জানানো হয় তার ফলাফল পজিটিভ এসেছে।

সংসদ সদস্য এমএ মতিন জানান, তার কোনো উপসর্গ ছিল না। যেহেতু তিনি সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন, তাই নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য এমপি এমএ মতিন ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কুড়িগ্রামের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর