টেকনাফে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট: August 16, 2020 |
print news

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়ার ইয়াবার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান শনিবার রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপির বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়। পরে রাতে তিন থেকে চার ইয়াবাকারবারীকে মিয়ানমারের লালদ্বীপ হতে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল। দ্রুত সেখানে এগিয়ে গেলে চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ইয়াবার ৫টি বস্তা ফেলে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘বিজিবির সদস্যরা ঘটানাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার গণনা করে ২ লাখ ৯০ হাজার ইয়াবা পান। যার বাজার মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে ঊধ্বর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর