আফগানিস্তানের কূটনৈতিক এলাকার কাছে রকেট হামলা

আপডেট: August 18, 2020 |
print news

আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটিতে অবস্থিত প্রধান কূটনৈতিক এলাকাসহ আরো কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ খবর নিশ্চিত করেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, দুটি যান থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে এলাকাটি কেঁপে উঠেছে। হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়। এ ছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির স্বাধীনতা দিবসের দিনই এ হামলা চালানো হলো। সূত্র : আলজাজিরা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর