যেভাবে জানবেন আপনার ফোনটি আসল না নকল

আপডেট: August 25, 2020 |
print news

দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রযুক্তির অগ্রগতির এই সময়ে নানা রকম স্মার্টফোনে এখন বাজারে। কিন্তু আমরা যেকোনও ফোন বাজার থেকে কেনার সময় ফোনটা আসল বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না, তা যাচাই না করেই কিনে ফেলি। অথচ সামান্য একটু ভুলেই বন্ধ হয়ে যেতে পারে কষ্টের টাকায় কেনা শখের এই ফোনটি।

আপনি হয়তো জানেনই না যে, বিটিআরসি নিবন্ধিত না হওয়ার কারণে যেকোনও সময় বাতিল হয়ে যেতে পারে ফোনটি। সুতারাং, আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি না তা অবশ্যই জানতে হবে।

যেভাবে জানবেন-
মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস (#) দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেওয়া হবে।

মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর