ইউএনও’র ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের মালি

আপডেট: September 12, 2020 |
add 5
print news

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের কর্মচারী রবিউল ইসলাম। গ্রেফতারের পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, ঘটনার পরই রহস্য উদঘাটনে নিরলসভাবে কাজ করেছে পুলিশের সব ইউনিট।

আলামত সংগ্রহের পর আটক করা হয় মালি রবিউলকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে ঠিক কী কারণে, রবিউল হত্যাচেষ্টা চালিয়েছে-তা জানাননি তিনি।

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন তিনজন।

Share Now

এই বিভাগের আরও খবর