বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেবে ইতালি :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: October 13, 2020 |
print news

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে ইতালি সরকার। সোমবার (১২ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের অনুরোধে ইতালিয়ান সরকার অবশেষে তাদের কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালির রোমে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি ইতালির কৃষি শ্রমিক কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছিলেন।

প্রধানমন্ত্রীর সেই অনুরোধকে সম্মান জানিয়ে ইতালিয়ান সরকার বাংলাদেশি নাগরিকদের এ সুযোগটি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১৯৭০ সালে ইতালির প্রায় ২৩ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছে দেশটি। এক সময় বাংলাদেশ থেকে মৌসুমি শ্রমিকরা ইতালি যেতেন। পরবর্তী সময়ে এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় ইতালি।

এখন দেশটিতে শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে মৌসুমি কৃষি শ্রমিক নেওয়ার প্রস্তাব ফের বিবেচনা করেছে ইতালির সরকার।

বৈশাখী নিউজ/জেপা

Share Now

এই বিভাগের আরও খবর