ফাইজার করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে গেছে

আপডেট: October 18, 2020 |
print news

 

অতি সম্প্রতি মার্কিন-জার্মান ওষুধ কোম্পানি ফাইজার একটি ভিডিও প্রকাশ করেছে । প্রোডাকশান লাইনের কনভেয়ার বেল্ট থেকে হাজার হাজার ক্ষুদে বোতল বের হয়ে জমা হচ্ছে ঝুড়িতে। হ্যাঁ, বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ফাইজার করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে গেছে। ডেইলি মেইল

ভ্যাকসিন ভায়ালগুলো অবশ্য ট্রায়ালের জন্য তৈরি করা হচ্ছে। সারা বিশ্বের ফাইজারের ব্যাপক ট্রায়াল চলছে। এজন্য হাজার হাজার ভায়াল প্রয়োজন। তবে, উৎপাদনের পরিমাণ দেখে অনেক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতের জন্য আগাম উৎপাদনে যেয়ে থাকতে পারে ফাইজার।

এই ফার্মা জায়ান্টের আশা, চলতি বছর তারা ১০ কোটি ডোজ বাজারে ছাড়তে পারবে। এর মধ্যে ৪ কোটি পাবে যুক্তরাজ্য। ২০২১ সালে ১৩০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির আশা তাদের। ডেইলি মেইলকে ফাইজারের যুক্তরাজ্য প্রধান বেন ওসবর্ন বলেন, প্রথম ভায়ালটিকে প্রডাকশন লাইন থেকে বের হতে দেখা অনেক আনন্দের। আমরা অনেক বেশি আনন্দিত।

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জনাথন ভ্যান টাম, ব্রিটিশ এমপিদের জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিস্কৃত ভ্যাকসিনের ট্রায়াল শেষে ডিসেম্বরে উৎপাদন শুরু হতে পারে। তিনি বলেন, আমরা এর থেকে আলোকবর্ষ দূরে নেই। আমি কোনও অবাস্তব কথাও বলছি না। ক্রিসমাসের আগেই আমরা ভ্যাকসিন আনছি

বৈশাখী নিউজ/ফারজানা

 

Share Now

এই বিভাগের আরও খবর