কোভিড-১৯ এ দেশে আরও ২৩ জনের মৃত্যু

আপডেট: October 25, 2020 |
print news

কোভিড-১৯ এ দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে , শনাক্ত হয়েছে ১৩০৮, সুস্থ হয়েছে ১৫৪৪। রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিডের ২৩০ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৫৭ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯ জন। মোট শনাক্ত ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন। মোট মারা গেছেন ৫৮০৩ জন।

মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক শূন্য ১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর