সৌদি প্রবাসীদের ফেরাতে এ মাসেই ৪টি বিশেষ ফ্লাইট

আপডেট: October 26, 2020 |
print news

করোনাকালে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে আরও চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকী দিনগুলোর মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই চারটি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ্য, বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে অন্যদের টিকিট দিতে পারছিল না।

নতুন চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৌদি প্রবাসীদের কাজে যোগদানের অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর