ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট: October 28, 2020 |
print news

জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন , গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে মিনিটের দিকে চাকা লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান বলেন, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে। উদ্ধার কার্যক্রম চলছে। আশা করি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর