ব‌রিশা‌লে শেখ হা‌সিনা সেনানিবা‌সে নতুন ৩টি ব্রি‌গেডে পতাকা উত্তোলন

সময়: 12:36 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 3 বার

ব‌রিশা‌লে শেখ হা‌সিনা সেনানিবা‌সে নব প্রতি‌ষ্ঠিত ৩টি ব্রি‌গেড এবং ৫টি ইউনি‌টের পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মি‌নি‌টে সেনা প্রধান জেনা‌রেল আজিজ আহ‌মেদ প্রধানমন্ত্রীর প‌ক্ষে পতাকা উত্তোলন ক‌রেন।

এরপর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

নতুন ব্রি‌গেডগু‌লো হ‌লো— সদরদপ্তর ৭ সতন্ত্র এডিএ ব্রি‌গেড, প্যারা কমা‌ন্ডো ব্রি‌গেড, সদরদপ্তর ২৮ পদা‌তিক ব্রি‌গেড। ইউনি‌টগুলো হ‌লো— ৪৯ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটা‌লিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর এবং ৪০ এস্টি ব্যাটা‌লিয়ান।

এ অনুষ্ঠা‌নে শেখ হা‌সিনা সেননিবা‌সের জিওসি মেজর জেনা‌রেল আবুল কালাম মো. জিয়াউর রহমানসহ সেনাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

২০১৮ সা‌লে ৮ ফেব্রুয়ারি সপ্তম পদা‌তিক ডি‌ভিশনের পতাকা উত্তোলন ক‌রে এ সেনা‌নিবা‌স উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী।

২০১৭ সা‌লে ১৪ ন‌ভেম্বর এক‌নে‌কে এ সেনা‌নিবা‌সের প্রকল্প অনু‌মোদন হয়। এর নির্মাণ ব্যয় ১ হাজার ৬৯৯ কো‌টি টাকা। এর আয়তন ১ হাজার ৫৩২ একর।

ব‌রিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদীর তী‌রে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠিত হয়। ফো‌র্সেস গোল ২০৩০ এর অংশ হি‌সে‌বে দ‌ক্ষিণাঞ্চ‌লে নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে ও সেনাবা‌হিনীর সক্ষমতা বাড়াতে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠা করা হয়েছে।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর