সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

আপডেট: November 14, 2020 |
print news

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউপির ফকিরতলা পলিটেকনিক ইন্সটিটিউটের পূর্বপাশে ৮ বছর বয়সী শিশুকে ধানক্ষেতে ধর্ষণের সময় স্থানীয় জনগণ ধর্ষককে আটক করেছে। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আজ শনিবার সন্ধ্যার কিছু আগে এই ঘটনা ঘটে। আটক ধর্ষক মো. কালাম (৪৫) জানপুর মধ্যপাড়া গ্রামের মৃত মেসের আলীরে ছেলে। ধর্ষণের শিকার শিশু মেয়েটিও একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী জানান, ধর্ষক কালাম বিল থেকে ওই মেয়েটিকে শাপলা ফুল তুলে দিচ্ছিল। একপর্যায়ে সে মেয়েটিকে হাত ধরে কথা বলতে বলতে ধানক্ষেতে নিয়ে যায়। ১৫-২০ মিনিট দুজনকে দেখা না যাওয়ায় সন্দেহ হয়। পরে ধানক্ষেতে গিয়ে দুজনকে বিবস্ত্র অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সদর থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীন জানান, স্থানীয়রা ধর্ষক কালামকে আটকে থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল পৌঁছে ধর্ষক কালামকে আটক করে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর