সিরাজগঞ্জের শাহজাদপুরে চার জন জঙ্গির আত্মসমর্পণ

আপডেট: November 20, 2020 |
print news

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে বেরিয়ে এসে চার জন আত্মসমর্পণ করেছেন।

র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আস্তানা থেকে চার জন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। তবে ভেতরে আরও লোকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাত থেকে উকিলপাড়া এলাকার টিনশেড বাড়িটি ঘিরে রাখেন র‌্যাব সদস‌্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর