দক্ষিণ চীন সাগরে ইন্দোনেশিয়ার নৌবাহিনী মোতায়েন

আপডেট: November 25, 2020 |

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার কাছে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশটির চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো ঘোষণাটি দেন। খবর আনাদোলু এজেন্সির।

ইয়ুদো মার্গোনো জানিয়েছেন, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দফতর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগর সংলগ্ন নতুন দ্বীপে স্থানান্তর করা হবে।

বিরোধপূর্ণ অঞ্চলটিকে কেন্দ্র করে এলাকাটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ঘোষণা এলো।

বেইজিং নতুন দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এ সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে বলেও দাবি বেইজিংয়ের।

যদিও ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনো আইনগত ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌপথটিতে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন।

উল্লেখ্য, বর্তমানে আরও কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর