মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট: November 25, 2020 |

রাজধানী মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে প্রাথমিকভাবে তিনি তা জানাতে পারেননি।

উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছিল।

সেবার বস্তির পাশের একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে বস্তির বাসিন্দাদের অভিযোগ ছিল, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেয়া হয়েছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর