ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট: November 25, 2020 |
print news

ষাটের দশকের জনপ্রিয় ও দর্শকনন্দিত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জায়েদ খান আরও জানান, হাসপাতালে ভর্তি হয়ার পর সুজাতা ম্যাডামকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। টানা দুইদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি।

অভিনেত্রী সুজাতা ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর