পিরোজপুরে টেম্পো উল্টে এক কলেজছাত্রের মৃত্যু

আপডেট: November 25, 2020 |
print news

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় টেম্পো উল্টে মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া মো. হাসান হাওলাদার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসান হাওলাদার ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি গ্রামের জুয়েল আহম্মেদ হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্র জানান, ওই কলেজছাত্র বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টেম্পোতে তার মায়ের সঙ্গে ভাণ্ডারিয়ার নানাবাড়ি থেকে নিজ বাড়ি কৈখালী হয়ে যাচ্ছিল।

এ সময় ভাণ্ডারিয়া হতে বানাই সড়কের কানুয়া সরকারি পুকুরের কাছে ওই টেম্পো উল্টে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলী আজম জানান, ওই কলেজছাত্রকে মৃতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর