সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত : মাহবুব উল আলম হানিফ

আপডেট: November 28, 2020 |
print news

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই। এটি ঠেকানোর কোনো শক্তির ক্ষমতা নেই ।সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।
শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় হানিফ আরও বলেন, আলেম-উলামা মাশায়েখের নাম দিয়ে কিছু লোক মাঠ উত্তপ্ত করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। ইসলামে উগ্রবাদের স্থান নেই। তাদের কথার সঙ্গে ইসলামের কোনো মিল নেই।
সতর্ক করে তিনি আরও বলেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর