ভারতে পাচারের শিকার ৪ তরুণীকে বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরত

আপডেট: November 29, 2020 |
print news

ভারতে পাচারের শিকার বাংলাদেশি ৪ তরুণীকে উদ্ধারের এক বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। ফেরত আসা তরুণীদের আইনি সহায়তা প্রদানে পুলিশের কাছ থেকে গ্রহণ করেছে রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কোয়ার নামে দুটি এনজিও সংস্থা।

আজ রবিবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- নারায়ণগঞ্জ জেলার আব্দুল কালামের মেয়ে সোনিয়া আক্তার, নড়াইল জেলার সারেজান কাজীর মেয়ে আছমা আক্তার, ফরিদপুর জেলার আজিজুল হক মাতব্বরের মেয়ে লিজা আক্তার, ও ঢাকার আব্দুল রাজ্জাকের মেয়ে জেসমিন আক্তার।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ফেরত আসা তরুণীদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পরে আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে ভারতের গোয়া পুলিশের হাতে তারা আটক হয়।

পরবর্তীতে অনলাই রহিত জিন্দেগী নামে ভারতের গোয়ার একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর