মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

আপডেট: December 6, 2020 |
print news

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

এ সময় মানুষ ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় তিনটি ফেরি নোঙর করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর