মসজিদে যাওয়ার পথে আফগান সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট: December 22, 2020 |
print news

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে রাহমাতুল্লাহ নেকজাদ (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেশটিতে এ নিয়ে গত দুই মাসে তিন সাংবাদিক নিহত হয়েছে।

সোমবার বাড়ির কাছে মসজিদে যাওয়ার পথে ওই আফগান সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।

গাজনি প্রদেশের পুলিশের মুখপাত্র আহমদ খান জানান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাইলেন্সড পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক নেকজাদকে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তালেবানও এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, এ হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি।

আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, নেকজাদ এএফপি এবং আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর