মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: December 23, 2020 |
print news

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের আলেম ফকিরের ছেলে শাহিন ফকির (২৫), লিয়াকত ফকিরের ছেলে শাকিল ফকির (২৪) ও ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা নামক স্থানে মাদারীপুরগামী একটি ট্রাক টেকেরহাটগামী মোটরসাইকেলকে চাপা দেয়।

গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শাহিন ফকির ও অনিক মুন্সী মারা যান। উন্নত চিকিৎসার জন্য শাকিল ফকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর