গবি অনার্স ও মাস্টার্স শেষ সেমিস্টারের পরীক্ষা ২১ জানুয়ারি

আপডেট: December 27, 2020 |
print news

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) চলতি বছর এপ্রিল-২০২০ সেশনের পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি, ২০২১ তারিখে অনলাইনে শুরু হবে। তবে অনার্স ও মাস্টার্স শেষ সেমিস্টারের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ২১ জানুয়ারি থেকে ক্যাম্পাসে হবে।

রোববার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অনার্স ও মাস্টার্স শেষ সেমিস্টার ব্যতিত অন্যদের পরীক্ষা অনলাইনে হবে।

সভার সিদ্ধান্ত সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, পরবর্তী সেমিস্টারের ক্লাস (নতুন ভর্তিকৃত শিক্ষার্থী বাদে) আগামী ২২ ফেব্রয়ারি, ২০২১ তারিখে অনলাইনে শুরু হবে। তবে এর পূর্বে ক্যাম্পাস খোলার সরকারি ঘোষণা আসলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সেমিস্টার ফাইনালের আগে কোনো মানোন্নয়ন পরীক্ষা নেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর অনলাইনে চলমান সেমিস্টারের ক্লাস শুরু হয়। এর আগে গত ১ জুলাই পূর্বের সেমিস্টারের ক্লাস প্রথমবারের মতো অনলাইনে শুরু হয়। সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা পদ্ধতিতে চলমান মূল্যায়ন ৩০ শতাংশ, ভার্চুয়াল প্রেজেন্টেশন/ অ্যাসাইনমেন্ট ৩০ শতাংশ, অনলাইন পরীক্ষা ২০ শতাংশ ও পূর্বের সেমিস্টারের ২০ শতাংশ নম্বর বরাদ্দ ছিল।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর