শূন্যে ভাসছে নুডলস, অর্ধেক ফাটা একটি ডিম!

আপডেট: December 30, 2020 |

এ যেন কোনও কার্টুন ছবির দৃশ্য। ঠিক যেমন কার্টুন ছবিতে আমরা দেখি খাবার শূন্যে ভাসছে, কড়াইয়ের উপর স্থির দাঁড়িয়ে আছে অর্ধেক রান্না করা সব্‌জি। অবিকল সেই দৃশ্য। তবে এটা কোনও কার্টুন ছবি নয়। সাইবেরিয়ার সত্যিকারের ছবি।

প্রবল শীতে কাঁপছে সারা উত্তর গোলার্ধ। আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কনকনে ঠান্ডা তো বিশ্ববিদিত। সেই সাইবেরিয়ার নোভোডিবার্স্ক শহরের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে এখন তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবিটিতে দেখা যাচ্ছে বাটির উপর শূন্যে ভাসছে কাঁটাচামচে জড়ানো নুডলস। আর তাওয়ার উপর শূন্যে ভাসছে অর্ধেকটা ফাটা একটি ডিম। তাওয়া আর ডিমের মাঝে, ডিমের হলুদ অংশ জমে গিয়ে ডিমটিকে খাড়া দাঁড় করিয়ে দিয়েছে তাওয়ার উপর। আর বাটি থেকে অর্ধেকটা তুলতে গিয়েই নুডলস্ জমে যাওয়ার ফলে কাঁটাচামচে জড়ানো নুডলস্‌ শূন্যে ভাসছে।

ছবিটি তুলেছেন সেখানকার বাসিন্দা ওলেগ। ছবিটি তিনি ইন্টারনেটে আপলোড করতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই তাতে ২৫.‌৬০০০ লাইক পড়েছে এবং ৮০০০ বার রিটুইট হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর