সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে

আপডেট: January 2, 2021 |

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে।

শনিবার (২ জানুয়ারি) বুকে ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ।

সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ গাাঙ্গুলি। এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার।

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, ‘ওর হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে সৌরভ স্থিতিশীল।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, তা দেখছেন চিকিৎসকরা। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘জেনে খারাপ লাগছে, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর