ইরান, পাকিস্তান এবং তুরস্ক রেল লাইন পুনরায় চালু করার পরিকল্পনা

আপডেট: January 2, 2021 |

ইরান, পাকিস্তান এবং তুরস্ক রেল লাইন পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে। রেলওয়ে লাইনটি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে ইরানের রাজধানী তেহরানকে সংযুক্ত করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে। পরে লাইনটি স্বাভাবিকভাবেই চীন পর্যন্ত বিস্তৃত হবে। জাপানের রাজধানী টোকিও থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন নিকি এশিয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

২০০৯ সালে এই তিন দেশ একটি কন্টেইনার ট্রেন উদ্বোধন করেছিল কিন্তু সেটি শুধু পরীক্ষার পর্যায়ে ছিল। তা আর পূর্ণমাত্রায় চালু হয়নি। তবে তিন দেশই মাল পরিবহণের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চালু করার বিষয়টিও সবসময় বিবেচনায় রেখেছিল এবং এখন চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এই তিন দেশের যাত্রীবাহী রেললাইন সংযুক্ত হতে যাচ্ছে।

তিন দেশের মধ্যে থাকা রেললাইনটি ৬ হাজার ৫৪০ কিলোমিটার দীর্ঘ। তুরস্ক থেকে পাকিস্তানের রাজধানী পর্যন্ত পৌঁছাতে যেখানে সমুদ্রপথে ২১ দিন প্রয়োজন হয় সেখানে রেল যোগাযোগের মাধ্যমে ১০ দিনে তা সম্ভব।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর