ডিএসসিসি আগামী ১৪ জানুয়ারি ঘুড়ি উৎসবের আয়োজন করবে

আপডেট: January 8, 2021 |

দক্ষিণ সিটি করপোরেশনের আকাশ রাঙাতে প্রথমবারের মতো সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি এ উৎসবের আয়োজন করা হচ্ছে।  “এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি” স্লোগানে দুপুর ২টা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত।  ডিএসসিসির ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন নারী কাউন্সিলরকে ১০০টি করে ঘুড়ি দেয়া হবে।

ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার ঐতিহ্য।  সাকরাইন উৎসব – আমাদের ঐতিহ্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, এবার পৌষ সংক্রান্তিতে প্রথমবারের মতো ডিএসসিসির আয়োজনে সাকরাইন তথা ঘুড়ি উৎসব হচ্ছে।  আমরা বিশ্বাস করি, এই আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ফিরিয়ে আনতে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

বৈশাখী নিউজ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর