তাপমাত্রা বাড়বে দু’দিন পর

আপডেট: January 23, 2021 |

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। তাপমাত্রা কমতে থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে। ঘন কুয়াশায় যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে।

শনিবার সকালে আবহাওয়া অফিস থেকে জানা যায়, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল এবং পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়বিদ বজলুর রশিদ বলেন, এই অবস্থা আগামীকালও (রবিবার) থাকবে। পরশু দিন থেকে হয়তো তাপমাত্রা বাড়া শুরু করবে।

তবে আগামী ৩০-৩১ জানুয়ারির দিকে আবার তাপমাত্রা সামান্য কমতে থাকবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর