গাজা উপত্যকায় করোনার টিকা পৌঁছাতে দিলো না ইসরায়েল

আপডেট: February 17, 2021 |
print news

পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় রাশিয়ার দেওয়া করোনাভাইরাসের দুই হাজার ডোজ টিকা পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর