চরম মূল্য দিতে হবে চীনকে, বাইডেনের হুঁশিয়ারি

আপডেট: February 18, 2021 |
print news

উইঘুর মুসলিমদের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে চীনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের সাথে যে আচরণ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। উইঘুর মুসলিমদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে চরম মূল্য দিতে হবে।

মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় উইঘুর মুসলিমদের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও জানান বাইডেন। তিনি বলেন, তাদের আটকে রাখা’সহ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় সারা বিশ্বে সমালোচনার মুখে প্রেসিডেন্ট শি জিন পিং।

বাইডেন বলেন, চীন বিশ্ব নেতা হওয়ার চেষ্টা করছে। কিন্তু অন্যান্য দেশের আস্থা অর্জন না করতে পারলে এবং মানবাধিকার বিরোধী কাজে যুক্ত থাকলে তা মোটেও সম্ভব নয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর