আজ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট: February 19, 2021 |
print news

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে পতাকা উত্তোলনসহ বিকেল ৪টায় জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নম্বর গ্যালারিতে একাডেমির সব বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

সন্ধ্যায় থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন ও একাডেমির সচিব মো. নওসাদ হোসেন বক্তব্য দেবেন।

এছাড়া আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর