ট্রাম্পের নতুন দল গঠনের সম্ভাবনা নেই

আপডেট: March 1, 2021 |

ক্ষমতার ছাড়ার ৩৯ দিন পরে জনসমক্ষে এসে বক্তব্য দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার নতুন করে দল গঠনের কোনো ইচ্ছা নেই।

স্থানীয় সময় রবিবার ফ্লোরিডার অরলান্ডোতে ৪ দিনব্যাপী ‘কনজারভেটিভ পলিটিক্যাল এ্যাকশন কনফারেন্সের শেষ দিনে তিনি সমাপনী বক্তব্য দেন।

এ সময় গত নির্বাচনে ভোট কারচুপির ব্যাপারে রিপাবলিকান পার্টির যারা তাকে সমর্থন দেননি তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়াও সমর্থকদের প্রতি যারা তাকে সমর্থন করেননি তাদের আগামীতে নির্বাচিত না করার আহ্বান জানান।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, তাদের দলের ভেতরে কোনো বিভক্তি নেই। তারা সবাই আবারও একত্রিত হয়ে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

তিনি বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সম্পর্কে বলেন, তাকে ক্ষমতাচ্যুত করা না গেলে আমেরিকার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ সময় তিনি সকলকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান এবং অবিলম্বে স্কুল খুলে দেয়ার দাবি জানান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর