চীন ও তাইওয়ানের ‘আনারস যুদ্ধ’

আপডেট: March 21, 2021 |

চীন ও তাইওয়ানের দ্বন্দ্ব অনেক পুরনো। এখন নতুন আরেক পদক্ষেপ। গত মাসে তাইওয়ানের আনারস আমদানি ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। চীন দাবি করেছে, তাইওয়ানের আনারসে এক ধরনের ‌‘ক্ষতিকারক জীব’ আছে, যা তাদের নিজস্ব উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তাইওয়ান। দেশটির নেতারা বলেছেন, ‘এর সাথে ফসলের পোকার কোনো যোগসূত্র নেই।’

তাইওয়ানকে সব সময় নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তাই নতুন এই বাণিজ্যিক লড়াইয়ের মাধ্যমে সেখানে রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলতে চাইছে।

এজন্য আনারস রফতানির জন্য নতুন গ্রাহক খুঁজতে শুরু করেছে তাইওয়ানের নেতারা। স্থানীয়দেরও বেশি করে চীন কর্তৃক নিষিদ্ধ এ ফল খেতে উদ্বুদ্ধ করছেন তারা্

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে এক টুইট বার্তায় লিখেছেন, ‘তাইওয়ানের আনারস যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী। ভূ-রাজনৈতিক চাপ তাদের স্বাদ কমাতে পারবে না।’

দেশের ভেতরেই বিক্রি বাড়ানোর জন্য তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘পাইনঅ্যাপল চ্যালেঞ্জ’ দিয়েছেন। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর