বিদেশগামীদের চিন্তা না করার পরামর্শ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট: April 14, 2021 |
print news

বিদেশে কাজ করতে যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের চিন্তা না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে শাহরিয়ার আলম নিজের ফেসবুক আইডি থেকে এই বার্তা দিয়েছেন প্রবাসে যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, বিদেশে কাজ নিয়ে যাওয়ার অপেক্ষায় যারা আছেন তারা মোটেও চিন্তা করবেন না। আমরা জানি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অন্য দেশগুলো থেকে ফ্লাইট যাওয়ার ক্ষেত্রে অনেকদিন থেকেই বিধিনিষেধ থাকার কারণে আমাদের দেশ থেকে চাহিদা বেড়েছে।

আমি নিজে দুই সাপ্তাহ আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

বর্তমান লকডাউন একটি বার্তা যেখানে সবাইকেই অংশ নিতে হচ্ছে এবং কষ্ট হলেও এটা মানতেই হবে। তবে কয়েকদিনের মধ্যেই আমরা শুধু প্রবাসী ভাই-বোনদের কাজে যোগদানের (ফেরার নয়) জন্য বিশেষ ব্যবস্থা চালু করবো।

আপনারা ধৈর্য ধরে থাকবেন। কারও যোগদানে কয়েকদিন দেরি হলেও আমরা তা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে পারবো।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর